রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক শূন্যের কোঠায়: ক্রেমলিন
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শূন্যের কোঠায় দাঁড়িয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (১৬ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা আরআইএকে রুশ এই নেতা বলেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কার্যত কোনো সংলাপ হয়নি। বৃহস্পতিবার আরআইএকে পেশকভ আরও বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে কৌশলগত পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তি স্টার্টের মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে হবে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও দেশটির মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এরপর আজ পর্যন্ত টানা ১১৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও অনেক বেড়েছে।