রাশিয়া সঙ্গে শান্তি আলোচনা ‌‘আরও বাস্তবসম্মত’: জেলেনস্কি

Share Now..

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান শান্তি আলোচনা ‌‘আরও বাস্তবসম্মত’ হয়েছে। মঙ্গলবারের (১৫ মার্চ) আলোচনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, শান্তি আলোচনা এখন যে পর্যায়ে আছে তা আগের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত। তবে ইউক্রেনের স্বার্থ রক্ষায় সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো সময়ের প্রয়োজন।

ইউক্রেনে আজ রুশ আগ্রাসনের ২১তম দিন। এদিন ভোরেও দেশটির বিভিন্ন শহরে বাজানো হয়েছে এয়ার সাইরেন। রাজধানী কিয়েভে হয়েছে বিস্ফোরণ। ভবনে লেগেছে আগুন।

আন্তর্জাতিক জনমত গঠনে বিভিন্ন দেশের পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন জেলেনস্কি। গত সপ্তাহে দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে। গতকাল দিয়েছেন কানাডার পার্লামেন্টে। আজ বুধবার (১৬ মার্চ) ভাষণ দেবেন মার্কিন কংগ্রেসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *