রায়পুরায় পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩
Share Now..
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আনিছ মিয়া (৩০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি নেত্রকোনা জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হওয়ার সময় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপে থাকা তিনজন নিহত এবং আরও তিনজন আহত হন। পিকআপের আরোহীরা রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজারে মোবাইল ফোন কোম্পানির টাওয়ারের কাজ শেষে ফিরছিলেন।নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।