রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Share Now..

প্রায় ৯ বছর আগের মামলার শুনানিতে অনুপস্থিত থাকায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ২২ জনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ নজরুল ইসলাম বলেন, আগামী ৪ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ রাখা হয়েছে। অভিযোগ গঠনের আদেশের সময় আমানউল্লাহ আমান, সাইফুল আলম নীরবসহ কয়েকজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার ৪৫ আসামির মধ্যে রুহুল কবির রিজভীসহ অধিকাংশ আসামিই পলাতক। তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি মোহাম্মদপুরের জাকের ডেইরি ফার্মের সামনে বিএনপি নেতা আমানউল্লাহ আমানের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলের পর একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৩ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে পরের বছর ২০১৬ সালের ২৩ আগস্ট আদালতে ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *