রিয়ালের ইতিহাস ভুলে যেতে হবে সিটির: গার্দিওলা

Share Now..

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সফলতম দল রিয়াল মাদ্রিদ। তাদের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। মাঠে নামার আগে রিয়ালের অতীত ইতিহাসের দিকে নজর দিতে চান না সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, অবশ্য গার্দিওলা নিজেই ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। অতীতে দুইবার রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট থেকে বিদায় করেছেন গার্দিওলা। এবার বিশ্বের প্রথম কোচ হিসেবে রিয়ালকে তৃতীয়বারের মতো নকআউট থেকে বিদায়ের সুযোগ তার সামনে।

বাংলাদেশের সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হবে সেমিফাইনালের প্রথম লেগের লড়াই। যেখানে রিয়ালকে হারানোর সব চেষ্টাই করতে চান গার্দিওলা। রিয়ালের ইতিহাসের দিকে না তাকিয়ে নিজেরা দল হিসেবে খেলার দিকেই বেশি মনোযোগ তার।

সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘যদি রিয়ালের ইতিহাসের সঙ্গে লড়াই করতে হয়, তাহলে কোনো সুযোগই নেই আমাদের। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে। তাদের বিপক্ষে খেলা অবিশ্বাস্য এক পরীক্ষা এবং আমরা সেই চেষ্টা করতে চাই। যখন ভোগার তখন ভুগবো, তবে আমরা একসঙ্গে থাকবো। চেষ্টা করবো যতটা সম্ভব ভালো করার।’

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ছয়টি ম্যাচে মুখোমুখি হয়েছে রিয়াল ও ম্যান সিটি। অতীত পরিসংখ্যান একদম সমানে সমান। যেখানে দুইটি করে জয় দুই দলেরই, ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। তবে সবশেষ তিন ম্যাচে ম্যান সিটিকে হারাতে পারেনি সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল।

One thought on “রিয়ালের ইতিহাস ভুলে যেতে হবে সিটির: গার্দিওলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *