রিয়ালে ফিরছেন না রোনালদো
Share Now..
ক্রিশ্চিয়ানো রোনালদোর অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এদু আগুইরে। গত পরশু তার এক কথায় আশায় বুক বাঁধতে শুরু করেছিল রিয়াল মাদ্রিদ ভক্তরা। স্প্যানিশ টিভি এল চিরিগুইতোতে আগুইরে বলেন, ‘রোনালদোকে আবারও রিয়াল মাদ্রিদে দেখতে চান কোচ কার্লো আনচেলত্তি।’এমন খবরে, স্বপ্ন না দেখে থাকা যায়? ক্লাবের সর্বকালের সেরা গোলদাতাকে ফিরে পেতে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছিল রিয়াল ভক্তরা। কিন্তু এক দিনের ব্যবধানেই ভেঙে যায় সেই স্বপ্ন।
গতকাল টুইটারে আনচেলত্তি জানিয়ে দেন, রোনালদোকে রিয়ালে ফিরিয়ে আনার কোনো চিন্তাই নেই তার। টুইটে রিয়াল কোচ লেখেন, ‘ক্রিশ্চিয়ানো একজন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি এবং তার প্রতি আমার সম্মান ও সব ভালোবাসা রয়েছে। আমি কখনোই রোনালদোকে সাইন করানোর কথা ভাবিনি।’