রিয়ালে যাওয়া নিয়ে নতুন করে যা বললেন এমবাপ্পে
গত কয়েক মৌসুম ধরেই ইউরোপের ফুটবল বাজারে আলোচনায় ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া। পিএসজি তারকা নিজেও বিভিন্ন সময় প্রকাশ্যেই বলেছেন, রিয়াল মাদ্রিদের হয়ে খেলা তার স্বপ্ন। সে জন্য পিএসজির বিশাল অঙ্কের অর্থের চুক্তিতেও স্বাক্ষর করেননি তিনি। এই মৌসুমেই প্যারিসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এমন অবস্থায় এমবাপ্পের রিয়ালে যাওয়ার গুঞ্জন ক্রমশ বাড়ছে।
সমীকরণ যখন এই, তখন গত পরশু (১৫ ফেব্রুয়ারি) রাতে চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামে পিএসজি। এতে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে এমবাপ্পের অসাধারণ গোলে জয় পায় পিএসজি। পুরো ম্যাচেই তিনি রিয়ালের রক্ষণভাগে ত্রাস ছড়িয়েছেন। ম্যাচসেরাও হয়েছেন এই তারকা।
তাইতো ম্যাচশেষে এমবাপ্পের পিএসজি যাওয়ার প্রসঙ্গটি ওঠে। ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘এটা সহজ, আপনাকে ফুটবল খেলতে হবে। আমরা অনেক প্রশ্ন করি, একে অপরকে অনেক কিছু বলি। আমরা পিএসজি এবং রিয়াল, দুটি দুর্দান্ত ক্লাব সম্পর্কে কথা বলি। আমি একজন পিএসজি খেলোয়াড় এবং আমি সবসময় খুশি।’
এদিকে, ফুটবল ট্রান্সফার বিষয়ক বিখ্যাত সাংবাদিক ফাবরিজিও রোমানো এক টুইট করেছেন। সেটিতে এমবাপ্পে বলেন, ‘লোকেরা আমার এবং আমার ভবিষ্যত নিয়ে কথা বলে, এটি স্বাভাবিক ঘটনা। পিএসজির একজন খেলোয়াড় হিসেবে আমি সবকিছুই দেবো।
আমি এটাও নিশ্চিত করছি যে, আমার ভবিষ্যত নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচটিও কোনো কিছু পরিবর্তন করবে না।’