রুল শুনানি হতে পারে পরীমণির মাদক মামলা
Share Now..
রাজধানীর বনানী থানায় চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে করা মাদক মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য উঠছে।
পরিমণির আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি মঙ্গলবার (৯ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চে কার্যতালিকাভুক্ত হয়েছে।
আইনজীবীরা জানান, মঙ্গলবার মামলাটির রুল শুনানির জন্য দিন ধার্য হতে পারে।
২০২১ সালের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদক মামলায় পরীমণির ৫ আগস্ট চারদিন ও ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
Join the elite ranks of our online gaming community! Lucky Cola
The ultimate challenge awaits—are you ready to take it on? Lucky Cola
Level up faster with daily quests and bonuses! Lucky Cola