রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাতারভ অঞ্চলে এনজেলস বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) ভোররাতে এই হামলা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ড্রোনটি অনেক নিচ দিয়ে বিমানঘাঁটির দিকে উড়ে এলে তা গুলি করে ভূপাতিত করা হয়। এর ধ্বংসাবশেষের আঘাতে ৩ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, নিহতরা কারিগরি বিভাগে কাজ করতেন, সেসময় সেই ঘাঁটিতে থাকা কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোররাত ২টা ৩৫ মিনিটের দিকে ড্রোনটিকে ভূপাতিত করা হয়।
সাতারভ অঞ্চলের গভর্নর বলেছেন, এনজেলস বিমানঘাঁটিসহ এই অঞ্চলের বাসিন্দারা ‘কোনো হুমকিতে নেই’।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় ‘সোভিয়েত আমলের’ জেট ড্রোন ব্যবহার করা হয়েছিল। সেটিকে ভূপাতিত করার সময় এর ধ্বংসাবশেষের আঘাতে ৩ জন নিহত হয়েছেন এবং ২টি উড়োজাহাজ ‘সামান্য’ ক্ষতিগ্রস্ত হয়েছে।
Ready for nonstop action? Play the hottest games online Lucky Cola