‘রুশ হামলায় ১৩৬ শিশু নিহত’
রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১৩৬ জন শিশু নিহত হয়েছে। শনিবার (২৬ মার্চ) ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস এই তথ্য জানিয়েছে।
এদিকে, দ্বিতীয়বারের মতো ইউক্রেন যুদ্ধে হতাহত সেনাদের পরিসংখ্যান জানিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, এখন পর্যন্ত তাদের এক হাজার ৩৫১ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন হাজার ৮২৫ সেনা। রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য জানিয়েছে।
এর আগে মার্চের শুরুতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে বিশেষ অভিযানে তাদের ৪৯৮ সেনা নিহত হয়, আহত হয় এক হাজার ৫০০ জন।
ইউক্রেন দাবি করেছে, এখন পর্যন্ত রাশিয়ার ১৪ হাজার ৮০০ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই তথ্য জানায়।
এছাড়া পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো দাবি করে, এক মাসের যুদ্ধে রাশিয়ার সাত থেকে ১৫ হাজার সেনা নিহত হয়েছে।
তবে এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর পক্ষ থেকে বলা হয়েছে।
Rise to the top – Compete, play, and win! Lucky Cola