রূপঙ্কর বাগচীর পোস্ট ঘিরে আবারও জল্পনা
Share Now..
বলিউডডের প্রয়াত গায়ক কেকে-কে নিয়ে বেশকিছুদিন আগে সোশাল মিডিয়ায় মন্তব্য করে তুমুল বিতর্কীত হয়েছিলেন কলকাতার সঙ্গিত শিল্পী রূপঙ্কর বাগচী। সম্প্রতি তার ফেসবুক একটি পোস্টকে ঘিরে আবারও নানা জল্পনা শুরু হয়েছে নেটদিুনিয়ায়।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, পরনে সাদা পাঞ্জাবি, মঞ্চে মাইক হাতে একাকী দাঁড়িয়ে গান গাইছেন -এমন একটি ছবি পোস্ট করেছেন রূপঙ্কর বাগচী। ছবির ক্যাপশানে গায়ক লিখেছেন, ‘বিদায়’। তার এমন পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ভক্তদের মধ্যে।
পোস্টের নিচে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন, কেউ লিখেছেন, ‘আমরা যারা তোমার গান জাপটে থাকি, তাদের অনুমতি ছাড়া তো এই ক্যাপশন মঞ্জুর হবে না।’ আবার কেউ লিখেছেন, ‘আপনার ‘বিদায় গানটা আমার খুব পছন্দের একটা গান।’