রেজানুর রহমানের ‘যে জন মনের ভাব জানে না’
বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘রহিম সাহেবের হাত’ গল্প অবলম্বনে এবার রেজানুর রহমান নির্মাণ করেছেন ঈদুল ফিতরের আগের দিনের নাটক ‘যে জন মনের ভাব জানে না’। নাটকে রহিম উদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। আরও অভিনয় করেছেন মোহাম্মদ বারী, শামীমা তুষ্টি, আবু সুফিয়ান বিপ্লব, সুকর্ণ হাসান, মনি কাঞ্চন, মিন্টু সর্দার, শিশু শিল্পী পৃথিয়া, তানাজ আজিমসহ দেশের বিভিন্ন নাট্য সংগঠনের একঝাঁক নাট্যকর্মী। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল ফিতরের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।নাটকটির গল্পে দেখা যাবে, দুটি মানুষের কখনও একটি হাত হয়? এ-ও কী বাস্তব? হ্যাঁ, বাস্তবে দুটি মানুষের একটি হাতের কারসাজি, জীবন সংগ্রাম, প্রতিবন্ধকতা, কুটিল ষড়যন্ত্র, বিশ্বাসহীনতা যে জন মনের ভাব জানে না গল্পের সারকথা। গল্পের নায়ক রহিম উদ্দিন। সিনেমা পাগল মানুষ। নাটক সিনেমায় অভিনয় করবেন বলে রংপুর থেকে ঢাকায় এসেছেন। অথচ এখনও কোথাও অভিনয়ের সুযোগ মেলেনি। তার প্রেমের বিয়ে। সংসারে আছে ফুটফুটে একজন আদূরে মেয়ে। মধ্যবিত্তের সুখী সংসার। হঠাৎ একদিন ফেসবুকে সিনেমায় অভিনেতা খোঁজার বিজ্ঞাপন দেখে সাহস করে যোগাযোগ করেন এবং অভিনয়ের সুযোগ পেয়ে যান। সংসারে স্ত্রী, কন্যার মধ্যে ব্যাপক আনন্দ ও হৈ চৈ লেগে যায়। স্ত্রী খুশির অতিসহ্য আত্মীয়স্বজনকে বলতে শুরু করেন তার স্বামী সিনেমার নায়কের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।কিন্তু রহিম উদ্দিনের সিনেমায় অভিনয় করা নিয়ে শুরু হয় নানা বিব্রতকর ঘটনা। একটি হাতের কারসাজি নাটকের গল্পটিকে ভয়াবহ পরিণীতির দিকে নিয়ে যায়।
Your adventure is just a click away—join now! Lucky Cola
The ultimate gaming adventure awaits—are you in? Lucky Cola