রোজার আগে ভোজ্যতেলসহ ১১ খাদ্যপণ্য বাকিতে আমদানির সুযোগ
Share Now..
রমজান মাস আসার আগে ভোজ্যতেলসহ ১১টি খাদ্যপণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোজায় পণ্যের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভোজ্যতেলসহ ১১টি খাদ্যপণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এই সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত থাকবে। রোজায় ভোগ্যেপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা।
পণ্যগুলো হলো চাল, গম, খেজুর, চিনি, ভোজ্যতেল, ছোলা, ডাল, ডিম, মটর, পেঁয়াজ ও মসলা। এর আগে, গত বছরও আটটি পণ্য আমদানিতে এই সুবিধা দেওয়া হয়েছিল।
Step into the world of endless fun and rewards join now Lucky Cola