রোনালদোর মন্তব্যে মেসির ছবি দিয়ে লিগ-ওয়ানের প্রতিবাদ 

Share Now..

ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান তো বটেই। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতাও এই পর্তুগিজ তারকা। জাতীয় দল এবং ক্লাব ফুটবল মিলিয়ে এই পর্তুগিজ মহাতারকার গোল সংখ্যা ৯১৬টি। তবে রোনালদোর এই পথচলা মোটেও সহজ ছিল না। নানান বাধা উপেক্ষা এবং সংগ্রাম করে ফুটবল বিশ্বে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। বিশ্ব জুড়ে তার রয়েছে কোটি-কোটি ভক্ত-সমর্থক। 

তবে এই কিংবদন্তিকে নিয়ে সমালোচনাও কম হয় না। বর্তমানে মাঠের পারফরম্যান্স থেকে মাঠের বাইরের ঘটনায় বেশির ভাগ সময়ে আলোচনায় থাকেন এই আল নাসর তারকা, যার মূল কারণ তার বেফাঁস মন্তব্য। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে অনুষ্ঠিত হয় গ্লোবাল সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতার পাশাপাশি মধ্যপ্রাচের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন এই আল নাসর তারকা।  পুরস্কার জেতার পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে সৌদি প্রো লিগ এবং ফরাসি লিগ ‘লিগ-ওয়ান’ নিয়ে প্রশ্ন করা হয়। তার চোখে কোন লিগ সেরা। এমন প্রশ্নের জবাবে সৌদি প্রো লিগকে এগিয়ে রাখেন রোনালদো। তিনি বলেন, ‘সৌদি লিগ অবশ্যই লিগ-ওয়ান থেকে ভালো। ফ্রান্সের আছে শুধু পিএসজি। বাকি দলগুলো বলার মতো নয়। ৩৮-৪০ ডিগ্রি তাপমাত্রায় খেলায় সহজ নয়।’  রোনালদোর এমন কথায় পর পরই সামাজিক যোগোযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার এমন কথা ভালোভাবে নেয়নি লিগ-ওয়ান কর্তৃপক্ষ। রোনালদোর এমন মন্তব্যের পর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লিগ-ওয়ান কর্তৃপক্ষ। সেই পোস্টে কাতার বিশ্বকাপের ফাইনালের পর শিরোপায় চুমু খাচ্ছেন সাবেক লিগ-ওয়ানের তারকা আর্জেন্টাইন লিওনেল মেসি। ক্যাপশনে লেখা ছিল-লিওনেল মেসি ৩৮ ডিগ্রি তাপমাত্রায় খেলছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *