র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যশোরের শামীম আটক
এস আর নিরব, যশোরঃ
যশোরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীমকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। শুক্রবার মধ্যরাতে সাতক্ষীরা জেলার সদর উপজেলার বিনাপোতা তালতলা এলাকায়
অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত আসামি শামীম হোসেন যশোর সদর উপজেলার কামলাপুর গ্রামের সাহাবুদ্দিন মুন্সির ছেলে।
এ বিষয়ে র্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার এম নাজিউর রহমান জানান, শামীম চিহ্নিত মাদক ব্যবসায়ী। গত ২০১২ সালের এপ্রিলে শামিম হোসেন বিপুল পরিমান ফেনসিডিলসহ খুলনা জেলার বটিয়াঘাটা থানা পুলিশের হাতে আটক হয়। এ ঘটনায় থানায় মামলা হয়। এক পর্যায় শামীম জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়। এ মামলায় আদালত শামীমের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।
র্যাব আরও জানায়, পলাতক থাকা অবস্থায় বিভিন্ন এলাকায় শামীম অবস্থান করে দেধারছে মাদকের কারবার চালাতে থাকে। র্যাব খবর পায় শামীম সাতক্ষীরায় অবস্থান করছেন। তার প্রেক্ষিতে অভিযান চালিয়ে র্যাব শামীমকে আটক করে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়