লন্ডনে ঝিনাইদহের কৃতি শিল্পী ওরম ফরুকের ‘হে প্রভু’ সঙ্গীত এ্যলবাম
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
বাংলাদেশের বিখ্যাত গীতিকার কবির বকুলের লেখা গানে এবার যৌথভাবে গাইলেন বাংলাদেশের বিখ্যাত সংগীত শিল্পী আসিফ আকবর ও লন্ডনে বসবাসরত শিল্পী ঝিনাইদহের কৃতি সন্তান উমর ফারুক। ‘হে প্রভু’ নামের যৌথ সংগীত এ্যলবামটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয় ১১ অক্টোবর সোমবার। লন্ডন বাংলা প্রেসক্লাবে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিনারা মেঘনার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের স্পিকার কাউন্সিলর মোহাম্মদ আহবাব হোসেন। বক্তব্য রাখেন, বিলেতের বিশিষ্ট ব্যবসায়ী মুকিম আহমেদ, বাংলাদেশ ক্যাটেরেটস এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মিঠু চৌধুরী, কাউন্সিলর ভিক্টোরিয়া অবজে, দর্পন ম্যাগাজিনের সম্পাদক রহমত আলী, লন্ডন বাংলা প্রেসক্লাবের কার্য নির্বাহী সম্পাদক আব্দুল কাইয়ুম, জে ইউ এম নাজমুল হোসেন, এটিএন বাংলা ইউকে এর সাংবাদিক মোস্তাক বাবুল, স্মৃতি আজাদ, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, এনাম চৌধুরী ও তানিম আহমেদ সোহো প্রমুখ। বক্তরা বলেন, কমিউনিটির বিশিষ্টজনের সংগীতের প্রতি অনুরক্ত আর ভক্তি ছিল উমর ফারুকের মধ্যে। ক্লাস সেভেন থেকেই স্কুলের সব প্রতিযোগিতায় সংগীতে প্রথম স্থান অধিকার করতেন তিনি। তার কৃতিত্বে যোগ হয় অসংখ্য পুরস্কার। স্কুলের গন্ডি পেরিয়ে, কলেজে , কলেজে থেকে বিশ্ব বিদ্যালয়েও সমান ভাবে সংগীতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করতেন। ছিলেন ক্লাসের প্রথম ছাত্র । অর্থনীতির ছাত্র হয়েও তার মধ্যে বিকশিত হয়ে ওঠে সংগীত, আর সংস্কৃতির অবকাঠমো। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বাসিন্দা উমর ফারুক শুধু গানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, অনেক গুন আর প্রতিভায় বিকশিত এক মানুষ তিনি। কখনো গায়ক, কখনো প্রেজেন্টার, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, ক্যামেরাম্যান ও ওয়েব ডিজাইনারসহ আরো অনেক গুনের অধিকারী উমর ফারুক। এলবামে সুর ও সংগীত করেছেন লন্ডনে বসবাসরত বিশিষ্ট সংগীত পরিচালক রাজা কাশেফ, ভিডিও নির্দেশনায় ছিলেন বাংলাদেশের সম্রাট আজাদ।