লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Share Now..


গত ১৬/০৮/২০২২ ইং তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও তথ্য অধিদপ্তরের অনুমোদন বিহীন ভুঁইফোড় কয়েকটি নিউজ পোর্টাল এ লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর নামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি হোমিওপ্যাথ ডাঃ বিশ্বাস রাজীব কিশোর একজন নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক। আমার চিকিৎসক রেজিস্ট্রেশন নম্বর-২৬৮১২। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের নথি নং-বাহাবো/প্রশাঃ-১৬২/২০২২/৪৯০ তারিখ ঃ ১১/০১/২০২২ ইং মোতাবেক নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার (ডাঃ) পদবী ব্যবহারে আইনগত কোন জটিলতা নেই। লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট সোসাইটি আইনে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। ১৮৬০ সালের দি সোসাইটি রেজিস্ট্রেশন এ্যাক্টের ২১ নং আইন অনুযায়ী রেজিস্ট্রেশন প্রাপ্ত। যার রেজিস্ট্রেশন নম্বর ঃ কে.এইচ.এস-৪৫৪। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের স্মারক নং-৪৫.১৬০.০০১.০০.০০.০০২.২০১৬/১৪৪ তারিখ ঃ ১৭/০৭/২০১৮ ইং। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদনের স্মারক নং- স্বাঃধিঃ/প্রাঃস্বাঃপঃ/পল্লীচিকিৎসক/২০১৭/৪৬৮ তারিখ ঃ ০৬/১২/২০১৮ ইং। লাইফ সাইন্স ভিটিআই অনুমোদনের শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৫৭.০০.০০০০.০৫৩.২৯.০০১.২১-২৪৬ তারিখ ঃ ১৭/০৮/২০২১ ইং। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধিভূক্তির স্মারক নং- ৫৭.১৭.০০০০.২০১.০০১.২১.২২ তারিখ ঃ ২৩/০৮/২০২১ ইং। প্রতিষ্ঠান কোড-৩০১২২। লাইফ সাইন্স কেয়ারগিভার নার্সিং অনুমোদনের শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৫৭.০০.০০০০.০৫৩.২৯.০০১.২১-৩৭ তারিখ ঃ ০৩/০২/২০২২ ইং। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধিভূক্তির স্মারক নং- ৫৭.১৭.০০০০.২০৪.৩১.০২৭.২২-১৯৬২ তারিখ ঃ ১৭/০২/২০২২ ইং। প্রতিষ্ঠান কোড-৩০১২৩। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সরকারি ওয়েব সাইটে প্রবেশ করলে অত্র প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করবে। উক্ত সংবাদে যে সনদ বানিজ্যের কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও নির্লজ্জ মিথ্যাচার। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য, সুনাম ও মর্যাদা নষ্ট করার জন্য উদ্দেশ্যেপ্রণোদিতভাবে এই কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়েছে। অত্র প্রতিষ্ঠান রাষ্ট্রনীতি এবং সামগ্রিক জনস্বার্থ বিবেচনায় রেখে কার্যক্রম পরিচালনা করে এবং এমন কোন কার্যক্রমের আয়োজন, অংশগ্রহণ বা সমর্থন করেনা যাতে রাষ্ট্রীয় বিধিনিষেধ লঙ্ঘিত এবং সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়। আমি প্রচারিত অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *