লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে ফয়লায় অবস্থিত লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০:০০ ঘটিকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ডাঃ প্রফুল্ল কুমার মজুমদার, ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাঃ চন্দন কুমার শর্মা, ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাঃ অনন্য রায় অন্তু, ডাঃ মোঃ মাজেদুল হক, ডাঃ মোঃ রবিউল ইসলাম (জুয়েল), পরিচালক (উন্নয়ন) মোঃ মাসুম বিল্লাহ, রিন্টু দাস, উইলিয়াম মন্ডল, সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর তার বক্তব্যে বলেন দেশের বীর সন্তানেরা মরণপণ করে দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধে শত্রæকে পরাজিত করে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে দেশের স্বাধীনতা অর্জন করে। আজ জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জল দিন আজ। কৃতজ্ঞ জাতি হিসাবে বিজয়ের এই আনন্দের দিনে আমরা গভীর শোক ও শ্রদ্ধায় স¥রণ করি আত্মদানকারী সেই শহিদদের। আলোচনা সভাটি সঞ্চলনা করেন অত্র প্রতিষ্ঠানের ইনষ্ট্রাক্টর মোঃ জাহিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *