লালপুরে গম ক্ষেতে মিলল জীবিত নবজাতক

Share Now..

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার রাধাকান্তপুর হাকিমপীরের আস্তানার পূর্ব পাশের গম ক্ষেতে মিলল রঙ্গীন কাপড়ে মোড়ানো এক নবজাতক।

পুলিশ ওই ছেলে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। শিশুটিকে তদারকির জন্য আগ্রহী পরিবার অথবা শিশু কেয়ার কেন্দ্রে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।শুক্রবার (২৫ মার্চ) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোনোয়ারুজ্জামান জানান, শুক্রবার(২৫ মার্চ) সকাল ৬টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের বাবুল হোসেন প্রতিদিনের মতো হাটতে বের হন। এ সময় ওই গম ক্ষেতে শিশুটিকে দেখতে পান তিনি। পরে শিশুটিকে কোলে নিয়ে তিনি নিজ বাড়িতে যান। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

এ সময় এক প্রশ্নের জবাবে ওসি বলেন, যারা ওই শিশুটিকে পেয়েছে তাদের বয়স বেশী হওয়ায় শিশুটির সঠিক কেয়ার নিতে পারবে না। তাই ইউএনওকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলা হয়েছে। কোনও দম্পতি যদি শিশুটিকে পালন করতে আগ্রহী হয় তাকে দেওয়া হবে। অথবা রাজশাহীতে সোনামনি কেয়ার সেন্টার রয়েছে। এমন জায়গায় শিশুটিকে যাতে পাঠানো যায় সেজন্য কাজ করছে উপজেলা প্রশাসন।

234 thoughts on “লালপুরে গম ক্ষেতে মিলল জীবিত নবজাতক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *