লিজ ট্রাসের মন্ত্রিসভায় অশ্বেতাঙ্গ ও নারীদের প্রাধান্য

Share Now..


যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের গঠিত মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি পদের একটিতেও প্রথমবারের মতো কোনো শ্বেতাঙ্গ পুরুষ নেই। ব্রিটেনে অশ্বেতাঙ্গ কোনও রাজনীতিকের মন্ত্রিত্ব পাওয়া বিরল ঘটনা। ২০০২ সালে অর্থমন্ত্রী হয়েছিলেন লেবার পার্টির পল বোটেং।

তিনিই দেশের প্রথম অশ্বেতাঙ্গ মন্ত্রী।লিজ ট্রাসের মন্ত্রিসভার চার গুরুত্বপূর্ণ পদে থাকছেন মহিলা ও অশ্বেতাঙ্গরা। অর্থমন্ত্রী হচ্ছেন কোয়াসি কোয়ার্টেং। ১৯৬০-এর দশকে ঘানা থেকে ইংল্যান্ডে এসেছিলেন কোয়াসির বাবা-মা। তিনিই হচ্ছেন ব্রিটেনের প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী। আবার দেশের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন জেমস ক্লেভারলি। তার বাবা শ্বেতাঙ্গ হলেও মা আদতে সিয়েরা লিয়নের বাসিন্দা। মিশ্র জাতির শিশু হওয়ার ফলে ইংল্যান্ডের বিভিন্ন স্কুলে তাকে কী ধরনের বর্ণবিদ্বেষের মুখে পড়তে হয়েছে, এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন জেমস।এদিকে সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পটেলও ব্রিটিশ বংশোদ্ভূত ছিলেন না। আবার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভেরম্যানের বাবা-মা ছ’দশক আগে এ দেশে এসেছিলেন কেনিয়া ও মরিশাস থেকে। এই তিন জন ছাড়া ক্যাবিনেটের আরও দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসছেন আর এক মহিলা, টেরেস কোফি। তিনি নতুন উপপ্রধানমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী।গত কয়েক বছর ধরে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি পার্লামেন্টের প্রার্থী হিসেবে অশ্বেতাঙ্গদেরও মনোনয়ন দেওয়া শুরু করে আর তাতেই এ বৈচিত্র দেখা দিয়েছে।

One thought on “লিজ ট্রাসের মন্ত্রিসভায় অশ্বেতাঙ্গ ও নারীদের প্রাধান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *