লিটন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
চার দিন পার হলেও মহেশপুরের কৃষক লিটন হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে স্বজনদের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এদিকে লিটন হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার (১৪ নভেম্বর) মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সকালে মহেশপুর উপজেলার শ্রীরামপুর বাজারে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচিতে নিহতের স্বজন ও এলাকাবাসী ছাড়াও ব্যানার ফেস্টুন নিয়ে জনপ্রতিনিধিসহ স্থানীয়রা অংশ গ্রহন করেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে নিহতের পিতা আজিজুল ইসলাম ও চাচাতো ভাই মজনু বক্তব্য রাখেন। তারা কৃষক লিটনকে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় আনার দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শ্রীরামপুর বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। স্বজনরা জানান, গত ১০ নভেম্বর ক্ষেত তছরূপ করাকে কেন্দ্র করে লিটনকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিবেশি মালেক ও তার পরিবারের লোকজন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লিটনের চাচাতো ভাই মজনু বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও আসামিদের এখনো আটক করতে পারিনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *