লিবিয়ায় গণকবরে মিলল ৬৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ

Share Now..

লিবিয়ার একটি গণকবর থেকে অন্তত ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আইওএম জানিয়েছে, লিবিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি গণকবর পাওয়া গেছে। সেখান থেকে ৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তারা কোন দেশের তাও জানা যায়নি।

তবে আইওএম ধারণা করছে, মরুভূমি হয়ে ভূমধ্যসাগরের দিকে যাওয়ার সময় তাদের মৃত্যু হয়েছে। ইউরোপে যেতে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ স্থান।

গভীরভাবে মর্মাহত হয়ে সংস্থাটির এক মুখপাত্র বলেন, পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় অভিবাসনপ্রত্যাশীদের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত ও হস্তান্তর করতে লিবিয়া ও জাতিসংঘকে আহ্বান জানিয়েছে আইওএম।

সম্প্রতি ভূমধ্যসাগরে রবারের নৌকা নষ্ট হয়ে ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। নৌকাটি লিবিয়ার উপকূল থেকেই ছাড়া হয়েছিল। এদিকে তার কয়দিন পরই এ গণকবরের সন্ধান পাওয়া গেল।

এক দশকের হিসাব অনুসারে, ২০২৩ সালটি ছিল অভিবাসনপ্রত্যাশীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী। কমপক্ষে ৮ হাজার ৫৬৫ জন মারা গেছেন। তার আগের বছরের চেয়ে ২০ শতাংশ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *