লিভারপুলের হয়ে সালাহ’র ইতিহাস
ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে ততই যেন রেসে সামনে এগিয়ে যাচ্ছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। আর প্রায় প্রতি ম্যাচেই তার গোল ও কোনো না কোনো রেকর্ড হচ্ছেই। সব মিলিয়ে সময়টা এখন এই মিশরীয় ফরোয়ার্ডের।
গতকাল (১৯ অক্টোবর) দিবাগত রাতে আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় লিভারপুল। সালাহ’র জোড়া গোলের সুবাদে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশ জয়ান্টরা।
এই ম্যাচে একটি রেকর্ডও গড়েছেন সালাহ। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তিনি এখন লিভারপুলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। পেছনে ফেলেছেন ক্লাবের সাবেক কিংবদন্তি অধিনায়ক স্টিভেন জেরার্ডকে।লিভারপুলের হয়ে অন্য গোলটি করেছেন গিনিয়ান মিডফিল্ডার নাবি কেইতার। অন্যদিকে, আতলেতিকোর হয়ে জোড়া গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড আতোয়ান গ্রিজমান। তবে দলকে কোনো পয়েন্ট এনে দিতে পারেননি।এই মৌসুমে আরও একটি রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচে গোল পেলেন তিনি। ক্লাবটির ইতিহাসে এই কীর্তি আর কারো নেই এবং এখন তিনিই এটির একমাত্র মালিক।