লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ-ইসরায়েলি বাহিনীর তুমুল সংঘর্ষ 

Share Now..

লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে ও শহরে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, খিয়াম শহরের চারপাশে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। সোমবার (২৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

দেইর আল-জাহরানিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইতোমধ্যে একজন নিহত হয়েছে। এ ছাড়া ইয়ামার আল-শফিকে অন্তত ১৫টি বাড়ি ধ্বংস হয়েছে। এনএনএ বলছে, কিয়ামে ইসরায়েলি বাহিনী তুমুল বোমাবর্ষণ চালিয়েছে। ইসরায়েলের স্থল বাহিনী শহরটিতে ট্যাঙ্ক নিয়ে অগ্রসরের চেষ্টা চালাচ্ছে। 

এনএনএ’র মতে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্রভাবে সংঘর্ষে জড়িত। তারা ইসরায়েলের দুইটি ট্যাংকে হামলা চালিয়েছে। এ ছাড়া শামা ও আল বেয়াদার উপকণ্ঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।  দেইর মিমাসেও ইসরায়েলি সেনারা সক্রিয় বলে জানিয়েছে এনএনএ। তবে হিজবুল্লাহ যোদ্ধারা ওই অঞ্চলে চারটি রকেট হামলা চালিয়েছে।

এর আগে গতকাল রোববার লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আশদদ নাভাল ঘাঁটিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে অন্তত ১১ জন আহত হয়েছে। সেইসঙ্গে তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *