লেবাননে ইসরায়েলের সিরিজ বিমান হামলা

Share Now..

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলি হারেত হরিকের ওপর ব্যাপক সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। 

এর আগে ইসরায়েলি বাহিনী ওই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানায়। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র অ্যাভিচায় আদ্রায়ি এক বিবৃতিতে একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে তিনি লাল চিহ্ন দিয়ে কিছু ভবন দেখান। সেগুলো হামলার লক্ষ্যবস্তু বলে বিবৃতিতে বলা হয়। হামলার আগে এসব ভবন এবং তা থেকে ৫০০ মিটার দূরে থাকার আহ্বান জানায় ইসরায়েলি বাহিনী। 

এর আগে বৈরুতে গতকাল শুক্রবার চার দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্রাগার, তাদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।  এ ছাড়া আরবসেলিম, সাজদ এবং সাইর আল-ঘারবিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেইসঙ্গে লেবাননের টিয়ার জেলার শামা এবং মাজদাল জৌনে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা তিন হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ হাজার ৬০০ জন। সেইসঙ্গে ১০ লাখের বেশি মানুষ হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছে। 

One thought on “লেবাননে ইসরায়েলের সিরিজ বিমান হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *