লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল

Share Now..

লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবানন থেকে রকেট ছোঁড়ার জবাবেই বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোরে এই হামলা চালানো হয়েছে। এর আগে, বুধবার (৪ আগস্ট) রকেট আঘাতের পর আর্টিলারি গোলাও ছোঁড়ে ইসরায়েলি সেনা। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবাননের রকেট উৎক্ষেপণ সাইটগুলোতে আক্রমণ চালিয়েছে মিলিটারি জঙ্গিবিমান। শুধু বুধবারের ঘটনা নয়, আগের উৎপেক্ষণস্থলগুলোতেও আক্রমণ করা হয়েছে।
এর আগে, লেবানন থেকে ইসরায়েলের সীমান্তে রকেট হামলা চালানো হয়। এসময় তিনটি রকেট ছোঁড়া হয়, এর মধ্যে দুইটি ইসরায়েলের ভূমিতে আঘাত করে। জবাবে আর্টিলারি গোলা ছুঁড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রকেট হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের জাতীয় এম্বুলেন্স সার্ভিসের মেগান ডেভিড এডোম জানিয়েছেন, রকেটের আঘাতে একটি পাহাড়ে ছোট আগুন লেগেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *