লেবাননে সরকারের অনুমতি ছাড়াই ইরানি তেল আনছে হিজবুল্লাহ?

Share Now..

লেবাননের তত্ত্বাবধায়ক জ্বালানিমন্ত্রী রেমন্ড গজার জানিয়েছেন, ইরানি তেল আমদানির অনুমতির জন্য হিজবুল্লাহর কোনো অনুরোধ সরকার পায়নি। বুধবার (১ সেপ্টেম্বর) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মনে হচ্ছে লেবানন সরকারের অনুমতি ছাড়াই তেল আমদানি করছে এই শিয়া গোষ্ঠী।

লেবাননে ক্রমাগত বাড়ছে তেল সংকট। এই কারণে দেশটির অর্থনীতিতে ব্যাপক মন্দা দেখা দিয়েছে এবং মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে। এমনকি দেশটির অনেক প্রয়োজনীয় সেবাও বন্ধ রাখতে হচ্ছে। সংকট মেটাতে ইরান থেকে তেল আনার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ।
এই সশস্ত্র গোষ্ঠীর বিরোধীরা বলছে, এই আমদানির ফলে মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে লেবানন। জ্বালানিমন্ত্রী বলেন, আমাদের ভূমিকা আমদানির পারমিট অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু অনুমতির জন্য অনুরোধ পাইনি। আমার কাছে আর কোনো তথ্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *