লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন ইরানের
Share Now..
লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইরান। গতকাল সোমবার ইরানের আলবোর্জ যুদ্ধজাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাসনিম।
ইসরাইল-হামাস যুদ্ধ এবং ইসরাইলি ও পশ্চিমাদের জাহাজে তেহরানের মিত্র বাহিনীর হামলা ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ যুদ্ধজাহাজ মোতায়েন করল ইরান।
ওই প্রতিবেদনে তাসনিম বলছে, ইরানের যুদ্ধজাহাজটি বাব এল-মান্দাব প্রণালী হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। তবে ঠিক কখন সেটি লোহিত সাগরে ঢুকেছে সেবি ষয়ে কিছু জানানো হয়নি।
ডেস্ট্রয়ার ঘরানার যুদ্ধজাহাজ ইরানের নৌবাহিনীর ৩৪তম নৌবহরের অংশ। ২০১৫ সাল পর্যন্ত এটি এডেন উপসাগর, ভারত মহাসাগরের উত্তরে এবং বাব এল-মান্দাব প্রণালীতে টহলের কাজে নিয়জিত ছিল।
you are truly a just right webmaster The site loading speed is incredible It kind of feels that youre doing any distinctive trick In addition The contents are masterwork you have done a great activity in this matter