শচীনের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙবেন রুট: পন্টিং 

Share Now..

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তার চেয়ে প্রায় চার হাজার রান কম নিয়ে এই তালিকায় সাতে আছেন ইংলিশ ব্যাটার জো রুট। ক্যারিয়ারের ইতি টানার আগেই এই ইংলিশ ব্যাটার শচীনকে ছাড়িয়ে যাবেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং।

রুট টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে আইসিসি রিভিউ অনুষ্ঠানে পন্টিং বলেন, ‘করতেই পারে। তার বয়স ৩৩ বছর। ৩০০০ রানের (চেয়ে বেশি) পিছিয়ে। তারা (ইংল্যান্ড) আর কয়টি টেস্ট খেলছে, আসলে তার ওপর নির্ভর করছে।’ সাবেক অজি অধিনায়ক আরও বলেন, ‘তারা (ইংল্যান্ড) যদি বছরে ১০-১৪টি টেস্ট খেলে এবং (রুট) যদি বছরে ৮০০ থেকে ১ হাজার রান করে, তাহলে ধরেন তার তিন থেকে চার বছর লাগবে সেখানে পৌঁছাতে। ফলে তখন তার ৩৭ বছর হবে। যদি তার রানের ক্ষুধাটা থাকে তখনো, তাহলে রেকর্ড ভাঙার সব রকমের সুযোগই থাকবে তার সামনে।’ ক্যারিয়ারের শুরুর দিকের বিবেচনায় এখন আরও বেশি ধারাবাহিক রুট। এ প্রসঙ্গে পন্টিং বলেন, ‘সে (রুট) এমন একজন যে গত কয়েক বছরে আরও বেশি উন্নতি করেছে। ত্রিশের পরপরই ব্যাটারদের (ফর্মের) শিখরে পৌঁছানোর কথা সব সময়ই বলা হয়। সে নিশ্চিতভাবেই এমন করছে। বড় ব্যাপারটি হচ্ছে তার ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *