শত্রুকে ফাঁসাতে টাকার বিনিময়ে ধর্ষণের নাটক তরুণীর
তরুণীকে কাশবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছিল গত ১৬ অক্টোবর। সেই ঘটনার নতুন মোড় নিয়েছে রাজধানীর ডেমরা থানাধীন এলাকায়। তরুণী অভিযোগ করে বলেছিলেন, চাচাতো ভগ্নিপতির সঙ্গে বেড়াতে গেলে কোমল পানীয়ের সঙ্গে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে তাকে ডেমরার কোনাপাড়ায় ‘মিনি কক্সবাজার’ খ্যাত এলাকার একটি কাশবনে নিয়ে ধর্ষণ করে একটি সংঘবন্ধচক্র। ঘটনার পর রাত ২টার দিকে ডেমরার পাইটি এলাকার রাস্তা থেকে তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।জানা গেছে, ওই তরুণী সংঘবন্ধ ধর্ষণের শিকার হননি। কথিত প্রেমিকের প্রতিপক্ষকে ফাঁসাতে তিনি ২০ হাজার টাকার বিনিময়ে রাজধানীর শনির আখড়ার একটি বাসায় স্বেচ্ছায় ৪ যুবকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন।
কোকাকোলার সঙ্গে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে কাশবনে নিয়ে সংঘবন্ধ ধর্ষণ করা হয়েছে বলে নাটক সাজানো হয়। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। পুলিশি জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত তরুণী স্বীকার করেছেন ধর্ষণকাণ্ড সাজানোর কথা। তিনি জানিয়েছেন, এ নাটকের আদ্যোপান্ত ও নেপথ্যের কুশীলবদের নাম।
তার দেওয়া তথ্য মতে, মো. জামাল উদ্দিন সরকার ও মো. মিরাজ হোসেন নামে দুজন তাকে টাকা দিয়ে ভয়ঙ্কর এ নাটক সাজিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনের মধ্যে জামালকে গত ২৭ অক্টোবর রাতে যাত্রাবাড়ীর শনির আখড়ার গোবিন্দপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জামাল এখন কারাগারে। তবে বুধবার (২ নভেম্বর) রাতে ঘটনার মূল পরিকল্পনাকারী মিরাজকে গ্রেফতার করা হয়।
এদিকে সংঘবন্ধ ধর্ষণের স্বীকার বলে অভিযোগ করা সেই তরুণী বর্তমানে পুলিশি নজরদারিতে আছেন।
Challenge your friends and rise to the top in online gaming Lucky Cola