শত কেজির তোতাপুরি দাম হাকাচ্ছেন দেড় লাখ

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
বিশাল দেহের গরু বা মহিষ দেখেছি আমরা। কিন্তু খাসি ছাগল কি দেখা হয়েছে। আজকে থাকছে বিশাল এক খাসি ছাগলের গল্প। ওর ওজন বেশি না মাত্র ১’শ কেজি। ঝিনাইদহের শৈলক‚পা উপজেলার মির্জাাপুর ইউনিয়নে গেলে দেখা মিলবে এই বিশাল খাসি ছাগলের।
খাসি ছাগলের মালিক ঐ ইউনিয়নের রানীনগর গ্রামের আমজেদ শেখ। তিনি ঢাকা পোস্টকে জানান, তার নিজ বাড়িতেই গত ৩ বছর আগে এই খাসি ছাগলটির জন্ম হয়। তোতাপুরি জাতের ছাগল এটি। পরম মমতায় সন্তানের মতো বড়ো কার হয় ছাগলটিকে। দেখতে দেখতে বিশাল আকার ধারণ করে ছাগলটি।
ছাগলটির খাদ্য তালিকায় ছিল আখেরগুড়, আম, কলা, ছোলা, খড় ও ছোলা। আমার আরো খাসি ও মাদি ছাগল আছে। কিন্তু এর প্রতি বিশেষ যতœ নেওয়া হয় কারণ তার শারিরিক গঠন। সন্তানের মতো আদর স্নেহে লালন পালন করি তাকে। কারণ, কুরবানির জন্য প্রস্তুত করা। এবছর ওকে বিক্রি করতে চাই। দাম হাকছেন দেড় লক্ষ টাকা।
তিনি আরো জানান, এসব ছাগল পুষতে অনেক খরচ। প্রতিদিন প্রায় ২’শ টাকার খাবার দিতে হয়। আমাদের মতো কৃষি পরিবারে এমন ছাগল একপর্যায়ে লালন-পালন করা খুব কঠিন হয়ে পড়ে। সামান্য লাভ হলেই ছেড়ে দেব। তাছাড়া ছাগলটির গায়ের রং খুব আকর্ষনীয়। হালকা খয়েরি রং, কান সাদা। যা মানুষকে সহজেই আকৃস্ট করে। তবে ও শান্ত স্বভাবের।
তিনি সর্বোশেষ বলেন, এ ধরনের দামে এমন ছাগল এই মফস্বল শহরে বিক্রি করা খুব কঠিন। এবার কোরবানি পশুর বাজার দর নেই বললেই চলে। তাই রাজধানীতে নিয়ে যাবো। ওখানে গেলে এই ছাগলের উপযুক্ত দাম পাওয়া যেতে পারে। তবে ছাগলটি আমাদের খুব মায়ার ছাগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *