শষ্যদানায় জাতির পিতা ও প্রধানমন্ত্রী

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
বিভিন্ন শষ্য দানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তৈরী করা হয়েছে। যেখানে ব্যবহার করা হয়েছে কালো জিরা, ধান, চাউল, মুসরির ডাল, সরিষাসহ নানান শষ্য। যা দেখে কৃষকসহ আগত দর্শনার্থীরা রিতিমতো মুগ্ধ। খাদ্য শষ্য দিয়ে যে এমন ছবি তৈরী করা যায় তা প্রমাণ করল ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিস। বুধবার (৫ জুন) ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করার পর বিভিন্ন স্টল ঘুরে এমনই দুইটি ছবির দেখা মেলে। সকালে সদর উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষশী চন্দ্র রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ অন্যান্যরা। মেলার অনুষ্ঠানটি উপজেলা কৃষি কমৃকর্তা নূর-এ-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তারা এ সময় বলেন কন্দাল ফসল যেমন ওল, কচু, কুমড়া, পুইশাক, মিষ্টিআলুসহ মান উন্নয়নে কৃষক কি কি করলে তারা আশানুরুপ ফসল পাবে। কিভাবে সহজ পদ্ধতিতেই বাড়ীর অঙিনায় কন্দাল ফসল চাষ করা সম্ভব। কোন মাটিতে কি কি ফসল সহজেই উৎপাদন করা সম্ভবসহ নানা বিষয়ে কথা বলেন কর্মকর্তারা। এর আগে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কর্মকর্তারা। বিভিন্ন ষ্টল ঘুরে সদর উপজেলার ১৭ ইউনিয়নের বিভিন্ন শাক-সব্জি প্রদর্শনীর জন্য নিয়ে আসে। সেখানে বিভিন্ন শষ্যদানা দিয়ে সদর উপজেলার ব্যতিক্রমী মানচিত্রও দেখা মেলে যা দেখে দর্শনার্থী ও আগত অতিথিরা ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *