শহরে আ’লীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ বিক্ষোভ \ ঝিনাইদহে বিএনপি অফিস ও সভাপতির বাড়িতে আগুন

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের বাড়ি ও বিএনপি অফিস জ¦ালিয়ে দেওয়া হয়েছে। রোববার (৪ আগস্ট) বিকালে জেলা আ’লীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ বিক্ষোভ শেষে এই হামলা চালানো হয়। হামলায় বাদ যায়নি ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনের ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় চারটি মটরসাইকেল ও একটি পারটেক্সের দোকান ভস্মিভুত হয়। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে বিকাল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ শহরে শান্তি সমাবেশ ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে জেলা আ’লীগ প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। পুরাতন জেলখানা এলাকা থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, এ্যাডভোকেট আজিজুর রহমান, বাবু জীবন কুমার বিশ^াস ও শৈলকুপার এমপি নায়েব আলী জোয়ারদার বক্তব্য রাখেন। সমাবেশে জেলা আ’লীগের নেতৃবৃন্দ বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে বিএনপি জামায়াত ঝিনাইদহে নাশকতা সৃষ্টি করছে। তারা বঙ্গবন্ধুর দুইটি ম্যুরাল ভাংচুর করেছে। জেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু জানান, বিএনপি জামায়াতের কর্মীরা আমার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে। তিনি বলেন, শান্তি সমাবেশ থেকে কিছু বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিএনপি সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের বাড়ি ও বিএনপি অফিসে আগুন ধরিয়ে দেয়। আমি ওসিকে বিষয়টি জানিয়ে নিবৃত্ত করার চেষ্টা করি। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ অভিযোগ করেন, এ ভাবে বাড়িঘরে হামলার সাংস্কৃতি আমাদের নেই। সেটা আ’লীগই চালু করলো। তিনি বলেন শহরে অস্ত্রস্বস্ত্র নিয়ে আ’লীগ যেভাবে মিছিল করেছে তাতে কি করে এটা শান্তি সমাবেশ হয় ? তিনি বলেন, শৈলকুপাসহ জেলার বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসীদের এনে শান্তি সমাবেশের নামে বাড়িঘরে হামলা চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *