‘শহিদ আবু সাঈদের একটি ছবি এঁকেছি’

Share Now..

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নিজ উদ্যোগে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন বিশ্ব চলচ্চিত্রে নিজেকে মেলে ধরার উদ্দেশে। সেখানকার প্রতিটা মুহূর্তই বেশ উপভোগ করেছেন তিনি এবং নানা মুহূর্তের ছবি সোশ্যালে শেয়ার করছেন। 

আশনা হাবিব ভাবনা এখন বড় পর্দায় কাজ করছেন। হাতে রয়েছে বেশকিছু কাজ। এসবের পাশাপাশি লেখালেখি ও ছবিও আঁকেন। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বললেন, ছাত্র আন্দোলনে আমি মূলত প্রতিবাদ জানাতেই রাস্তায় নেমেছিলাম। আমি একজন চিত্রশিল্পীও। তাই আমার মতো করে প্রতিবাদ জানিয়েছি। আমি শহিদ আবু সাঈদের একটি ছবি এঁকেছিলাম। যে ঘটনা আমাকে নাড়া দেয়, সেটা নিয়ে অবশ্যই কথা বলার চেষ্টা করি।

আমার প্রথম কবিতার বইয়ের নাম হচ্ছে— ‘রাস্তার ধারে গাছটার কোনো ধর্ম ছিল না’। এটাও কিন্তু আমার একটা প্রতিবাদ। আমি বিষয়গুলোকে এভাবেই দেখতে পছন্দ করি।

মালয়েশিয়া বংশোদ্ভূত বাংলাদেশি এক নির্মাতার ‘জেনুবিয়া’ শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি পরিচালনা করবেন জাফর ফিরোজ আর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কিয়াও লি, যিনি একজন ব্রিটিশ চায়নিজ প্রযোজক। একই সঙ্গে তিনি ইউনেসকো ফিল্ম সিটির সঙ্গেও যুক্ত আছেন বলে জানা গেছে। 

এছাড়া ভাবনা আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বললেন, হিমু আকরাম পরিচালিত ‘আলতাবানু জোছনা দেখেনি’ নিয়ে পরিচালকের সঙ্গে কয়েক মাস আগেই কথা হয়েছিল। এ সিনেমায় কলকাতার স্বস্তিকা মুখার্জিও অভিনয় করছেন। অন্য সিনেমাটিতে কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছি। এটি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে সিনেমাটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও পরিচালকও আমার খুব পছন্দের। আশা করি এটাও একটি ভালো কাজ হবে। শুটিং শুরু করার আগে বিস্তারিত জানাব। ‘যাপিত জীবন’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এ ছাড়া রাইসুল ইসলাম অনিকের ‘চারুলতা’র শুটিং করেছিলাম দুই-তিন দিন। পুরো কাজই বাকি আছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *