শাজাহান খানের সিনেমা থেকে কেন সরে দাঁড়ালেন সুনেরাহ?

Share Now..


সরকারি অনুদানে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের গল্প অবলম্বনে লেখা মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’ নির্মাণ করছেন পরিচালক খ. ম. খুরশীদ। সিনেমায় অভিনয় করছেন নায়ক নিরব। বিপরীতে থাকার কথা ছিল সুনেরাহ বিনতে কামালের।গত ৯ অক্টোবর সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন ‘ন ডরাই’ খ্যাত এ অভিনেত্রী। তবে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সিনেমার সংবাদ সম্মেলনে নিরবকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন সুনেরাহ। এরপরই জানা গেল সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।হঠাৎ কেন সড়ে দাঁড়ালেন, এমন প্রশ্নে গণমাধ্যমকে সুনেরাহ বলেন, আমাকে যে গল্প পাঠানো হয় সেটা পড়ার পর পরিচালকের সঙ্গে আমার চরিত্রের লাইনআপে পরিবর্তন আনার বিষয়ে কথা হয়। পরে যেটা পাঠিয়েছে সেটাও আমার পছন্দ হয়নি। সেটা নিয়েই কিছুটা গড়মিল অবস্থা তৈরি হয়েছে। পরিচালক একটু ভালোভাবে বললে হয়তো অভিনয় করা হতো। কিন্তু তিনি আমার সঙ্গে ভালো আচরণ করেননি। রূঢ় ভাষায় বলেছেন, আমাকে সিনেমাটি করতেই হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি এটি করবো না।তিনি বলেন, আমি সাইনিং মানিও ফেরত দেবো, এটাও বলেছি। কিন্তু নির্মাতা আমাকে প্রেসার দিচ্ছেন, সিনেমাটি করতে হবে। এই অবস্থায় তো ওই সিনেমায় অভিনয় করা আরও সম্ভব না।

কিন্তু সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়ে এভাবে হঠাৎ না করা যায় কিনা, জবাবে সুনেরাহ বললেন, চুক্তিটা হয়েছিল হাতে লেখা স্ট্যাম্প পেপারে। তাছাড়া আমি শুটিংয়ের আগেই না করে দিয়েছি। তারা চাইলেই নতুন কাউকে নিয়ে কাজটা করতে পারবেন।

এদিকে, নায়িকার এমন সিদ্ধান্তে নায়ক নিরব বললেন, বিষয়টি আমাদের সবার জন্যই বিব্রতকর হলো। এভাবে না হলেও পারতো।
উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ন ডরাই’ সিনেমাতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার জেতেন সুনেরাহ। অনেকদিন ধরেই ফ্যাশন মিডিয়ায় কাজ করছেন তিনি।

One thought on “শাজাহান খানের সিনেমা থেকে কেন সরে দাঁড়ালেন সুনেরাহ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *