শাটিকাপ নির্মাতা তওকীরের নতুন ঘোষণা

Share Now..

২০২২ সালের অন্যতম চমক নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছিল নতুন একটি সিরিজ যার নাম ‘শাটিকাপ’। এই সিরিজের মাধ্যমে একঝাঁক অপরিচিত অভিনয়শিল্পী আর নবীন এক নির্মাতার উত্থান ঘটে। অচেনা ভাষা ও গল্পের এই সিরিজটি মানুষ অবাক বিস্ময়ে দেখেছে আর মুগ্ধ হয়েছে।

সবার মুখে প্রশ্ন- এমন কাজ কে বানালো! উঠে এলো মোহাম্মদ তাওকীর ইসলামের নাম। যিনি ‘শাটিকাপ’-এর লেখক ও পরিচালক। জানা গেলো, আশেপাশের বন্ধুদের নিয়ে তাওকীর বানিয়ে ফেলেছেন ৭ পর্বের এই সিরিজ। সেই সফল অধ্যায় পেরিয়ে বছরের শেষ প্রান্তে এসে নতুন আরেক সিরিজের নাম জানালেন নির্মাতা। এবার তিনি নির্মাণ করলেন ‘সিনপাট’। এবারও সেই রাজশাহীর ভাষা এবং অপরিচিত শিল্পীদের তুলে আনতে যাচ্ছেন নির্মাতা।

সিনেমা নিয়ে দিল্লীর এশিয়ান স্কুল অব মিডিয়া স্টাডিজ থেকে পড়ালেখা করেছেন রাজশাহীর ছেলে তাওকীর। রাজশাহীতে বসেই সেখানকার লোকাল ট্যালেন্ট নিয়ে নির্মাণ করছেন দুর্দান্ত সিরিজ ‘শাটিকাপ’। নির্মাতা তাওকীর ইসলাম বলেন, ‘সিরিজের নাম আসলে কি হবে এটা নিয়ে অনেক ভেবেছি আমরা। বহু নাম প্রাথমিকভাবে মাথায় ছিল। হুট করে একদিন সিনপাট নামটা সামনে আসে। এটা মূলত আমাদের প্রটাগোনিস্ট সোহেল ভাইয়ের কাছ থেকে এসেছে। এই শব্দটা পাবনার নগরবাড়ীর লোকাল একটা শব্দ। যেটা আমাদের কাজকে রিফলেক্ট করে।’

জানাগেছে এটিও চরকিতেই মুক্তি পাবে। ‘শাটিকাপ’ নির্মাণের পর জীবনে কী পরিবর্তন এসেছে জানতে চাইলে পরিচালক তাওকীর ইসলাম বলেন, ‘শাটিকাপ-এর পর পরিবর্তন বলতে অনেক নতুন বন্ধু হয়েছে। আমাদেরকে মানুষ চিনেছে। সেই সাথে বেশ কিছু কাজের সুযোগ হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *