শান্তনার জয় নিয়ে বাড়ির পথে ভারত

Share Now..


চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে শক্তিশালী ভারত। তাইতো সোমবার (৮ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামে তারা। সুপার টুয়েলভের শেষ ম্যাচটিতে আইসিসির সহযোগী দেশটিকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করতে সক্ষম হয় নামিবিয়া। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

দলটির পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেছেন রোহিত শর্মা। এছাড়া লোকেশ রাহুল ৫৪ ও সূর্যকুমার যাদব ২৫ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ডেভিড ওয়েজ। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন অশ্বিন ও জাদেজা। এছাড়া ২টি উইকেট নেন জাসপ্রিত বুমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *