শারজাহ ক্রিকেট স্টেডিয়াম মাতাবেন ঢালিউডের যে তিন তারকা
সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত শারজাহ স্টেডিয়ামে আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল’। বিখ্যাত এই ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরে আলো ছড়াবেন ঢাকাই ছবির তিন তারকা ইয়ামিন হক ববি, নুসরাত ফারিয়া ও রোশান। অনুষ্ঠানে নাচবেন রুপালি পর্দার এই তারকারা। এ উপলক্ষে ১ ডিসেম্বর দেশ ছাড়বেন তারা, ফিরবেন ৪ ডিসেম্বর।
জানা গেছে, প্রথমবারের মত দেশের বাইরে স্টেজ শো করতে যাচ্ছেন নায়িকা ববি। তার অভিনীত ‘বিজলি’, ‘নোলক’, ‘রাজত্ব’সহ বেশ কয়েকটি পুরোনো দিনের সিনেমার গানের সঙ্গে নাচবেন তিনি।
অনুষ্ঠানে নুসরাত ফারিয়া তার গাওয়া অডিও গান ‘পটাকা, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’ এবং ‘ইন্সপেক্টর নটি কে’, ‘আশিকী’ ও ‘ধ্যাততেরিকি’ সিনেমার গানের সঙ্গে নাচবেন।
নায়ক রোশানেরও এই ধরণের অনুষ্ঠানে অংশ নেওয়া এই প্রথম। অনুষ্ঠানে তার অভিনীত ‘বেপরোয়া’, ‘রক্ত’ ও ‘ধ্যাততেরিকি’ সিনেমার গানের কোলাজের সঙ্গে একক নৃত্য করবেন রোশান। অন্য একটি গানে ববির সঙ্গে নাচবেন তিনি।
আয়োজকদের একজন জানিয়েছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এই আয়োজন অনুষ্ঠিত হবে।