শাস্তির মুখে অ্যাথলেটিকো মাদ্রিদ 

Share Now..

গেল রোববার ‘মাদ্রিদ ডার্বি’তে লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচটি অনুষ্ঠিত হয় অ্যাথলেটিকোর ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামের। ম্যাচ শেষে দুইদল ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়লেও মাঠে অ্যাথলেটিকোর সমর্থকদের তোপের মুখে পড়েন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোতোয়া। 

অ্যাথলেটিকোর জালে বল জড়ানোর পর রিয়ালের গোলবারের পেছনে থাকা ‘ফ্রেন্টে অ্যাথলেটিকো গ্রুপের আল্ট্রাসদের উদ্দেশ্য করে কিছু বলেন কোতোয়া। নিজেদের সাবেক গোলরক্ষকের এমন আচরণ ভালোভাবে নিতে পারেনি অ্যাথলেটিকোর সেইসব সমর্থকরা। কোতোয়াকে উদ্দেশ্য করে ছুঁড়তে থাকেন টাইটার ও ময়লাভর্তি পলিথিনসহ নানান জিনিস। যার কারণে প্রায় ২০ মিনিট বন্ধ ছিল খেলা। সমর্থকদের এমন কারে পর অ্যাথলেটিকো মাদ্রিদের ওপর জরিমানা আরোপ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। ক্লাবটিকে জরিমানা করা হয় ৪৫ হাজার ইউরো। বাংলাদেশী টাকায় যা প্রায় ৬০ লাখ। শুধু তাই নয়, আগামী তিন ম্যাচের জন্য মেট্রোপলিটানো স্টেডিয়ামের দক্ষিণ স্ট্যান্ডে কোনো দর্শক বসতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *