শাহরুখ নয়, হিমেশের সঙ্গে বলিউডে অভিষেক হয় দীপিকার

Share Now..

বলিউডের দর্শকনন্দিত জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। শুরু থেকে তাদের সিনেমা মানেই হিট। ক্যারিয়ারে এখন পর্যন্ত এই জুটির প্রায় সবগুলো সিনেমা ব্যবসা সফল হয়েছে।

হিন্দি সিনেমার জগতে বলিউড কিং শাহরুখের হাত ধরে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ফারাহ খানের পরিচালনায় ‘ওম শান্তি ওম’-ছবিতে প্রথমবার শাহরুখের সঙ্গে জুটি বাঁধেন নায়িকা। আর সেই ছবিই দীপিকার বলিউডের প্রথম কাজ, সকলে এতদিন এটাই জানতো। কিন্তু শোনা যাচ্ছে, এই ছবির আগেও নাকি বলিউডে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন। জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়ার হাত ধরেই নাকি বিনোদন জগতে আসা অভিনেত্রীর! ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঠিক ‘ওম শান্তি ওম’ সিনেমার মুক্তির আগের। ২০০৫ সালে ‘আশিক বনায়া আপনে’ গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন হিমেশ। সেই সময় যেকোনো অনুষ্ঠানেই তারই গান বাজত। সে সময় ‘আপকা সুরুর’ নামের একটি ভিডিও অ্যালবামও প্রকাশ করেছিলেন হিমেশ। যার ‘নাম হ্যায় তেরা’ গানে অভিনয়ের সুযোগ পান দীপিকা। সেই সময় দীপিকা শুধুই একজন মডেল ছিলেন। অভিনয়ের কিছুই জানতেন না। কিন্তু হিমেশ তার ওপরেই ভরসা রেখেছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ এখনও দীপিকার রয়েছে। মুম্বাইয়ের রিয়ালিটি শো-এ এসেও সেকথা জানিয়েছেন তিনি। এমনকী এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি যদি কখনও হিমেশের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব পাই তাহলে অবশ্যই গ্রহণ করব।’ এখন মেয়ে দুয়াকে নিয়েই ব্যস্ত দীপিকা। মেয়েকে বড় করার সময় ঐশ্বরিয়া আর আনুশকার দেখানো পথ বেছে নেবেন দীপিকা। এই দুই অভিনেত্রীই তাদের সন্তানদের বড় করার জন্য কোনো আয়ার সাহায্য নেননি। নিজের হাতেই মাতৃস্নেহে বড় করে তুলেছেন সন্তানদের। এবার নাকি এই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকাও। কোনও আয়ার সাহায্য ছাড়াই মেয়েকে একা হাতে মানুষ করবেন অভিনেত্রী। তাই কাজে ফিরতে দেরি হলেও মায়ের দায়িত্ব পালনে এখন মন দিয়েছেন দীপিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *