‘শিগগিরই আসছি আমরা’

Share Now..

ক’দিন আগেই সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সিনেমাটিতে দর্শকপ্রিয় এই জুটির অভিনয়ও দারুণ প্রশংসা কুড়ায়। এবার সেই রেশ কাটতে না কাটতে আবারও চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হলেন তিনি।

মুক্তি পেল ক্যাটরিনা কাইফ অভিনীত শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ সিনেমার ট্রেলার। যা প্রকাশ পেতেই দর্শকরা নতুন চর্চা শুরু করেছে। তাদের মতে, সিনেমাটির শুরুটাই যেন তাদের ফিরিয়ে দিলো ‘আন্ধাধুন’ সিনেমার স্মৃতি।

ট্রেলারে দেখা যায়, ক্রিসমাসের আগের দিন সন্ধ্যায় দেখা হয় বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফের। তারপর নানা ঘটনাক্রমের পর ভিডিওর শেষে দেখা যায় তারা দু’জনই দারুণ বিপদে। এর মাঝে উঠে আসে গোলা গুলি, রহস্য, উত্তেজনা এবং অবশ্যই সাসপেন্স। এদিকে সিনেমাটি ঘিরে শুরু থেকেই বেশ কৌতুহল রয়েছে দর্শকদের মাঝে। কারণ সিনেমাটি গল্পের পাশাপাশি প্রথমবারের মতো দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে ক্যাটকে।

শুধু তাই নয়, মেরি ক্রিসমাস সিনেমার হিন্দি সংস্করণে দেখা যাবে সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কন্নন ও টিনু আনন্দকে। অপরদিকে তামিল সংস্করণে ওই একই চরিত্রগুলোতে দেখা যাবে রাধিকা শরত্কুমার, সনমুগরজা, কেভিন জয় বাবু ও রাজেশ উইলিয়ামসকে। ক্যাটরিনা বলেন, ‘দর্শকদের কৌতুহল সত্যি মুগ্ধ করছে। আমি জানি বিজয়ের সঙ্গে আমাকে দেখার অপেক্ষায় আছেন তারা। শিগগিরই আসছি আমরা। অপেক্ষা করুন।’

681 thoughts on “‘শিগগিরই আসছি আমরা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *