শিয়াল খাওয়া ক্ষতবিক্ষত কৃষকের লাশ পড়েছিল ধান ক্ষেতে!

Share Now..


নওগাঁর রাণীনগরে ধান ক্ষেত থেকে ৩৯ বছর বয়সী এক কৃষকের ক্ষতবিক্ষত কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (০৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের জয়সা গ্রামের উত্তর মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, শনিবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান কৃষক স্বপন। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে স্থানীয়রা গ্রামের উত্তর মাঠে ধান ক্ষেতে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। রবিবার দুপুরে স্বপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

তিনি জানান, নিহত স্বপনের শরীরে নিচ থেকে ক্ষতবিক্ষত ছিল। হয়তো শিয়ালে তার শরীরের মাংস খেয়ে ফেলেছে। তার ডান কোমর থেকে ডান পা পর্যন্ত শিয়ালের কামড়ের চিহ্ন রয়েছে।তবে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।

One thought on “শিয়াল খাওয়া ক্ষতবিক্ষত কৃষকের লাশ পড়েছিল ধান ক্ষেতে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *