শিল্পীর সামনে বাদ্যযন্ত্র পুড়িয়ে দিলো তালেবান
আফগানিস্তানে এক সঙ্গীতশিল্পীর সামনেই তার বাদ্যযন্ত্র পুড়িয়ে দিলো তালেবান। দেশটির পাকিটা প্রদেশে ঘটেছে এই ঘটনা।
এক আফগান সাংবাদিকের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সঙ্গীতশিল্পীর সামনে বাদ্যযন্ত্র পুড়িয়ে দিলে ওই শিল্পী কাঁদছিলেন। ইতোমধ্যে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
আব্দুলহক ওমেরি নামে দেশটির সিনিয়র সাংবাদিকের পোস্ট করা ভিডিওতে আরও দেখা যায়, ওই সংগীতশিল্পীর দিকে এক বন্দুকওয়ালা ব্যক্তি হাসছিলেন এবং আরেকজন তার এই করুণ দশার ভিডিও করছিলেন।
ওমেরি তার টুইটে লেখেন, তালেবান সঙ্গীতশিল্পীর বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়ায় স্থানীয় সঙ্গীতশিল্পী কাঁদছেন। যাযাইআরুব জেলায় ঘটেছে এই ঘটনা
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গাড়িতে গানবাজনা বন্ধ, টিভিতে নারীর উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা, পুতুলের মাথা কেটে দেওয়া, দূরে একা নারীর যাওয়া বন্ধসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে তালেবান।
Niektóre prywatne pliki zdjęć, które usuniesz z telefonu, nawet jeśli zostaną trwale usunięte, mogą zostać odzyskane przez inne osoby.