শিশুকে কার্টুনের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অ‌ভিযোগ, গ্রেপ্তার ১

Share Now..

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে শিশু ধর্ষণ চেষ্টার অ‌ভি‌যো‌গে ঘটনাস্থল থে‌কে অ‌ভিযুক্ত শ‌ফিকুল হাওলাদার (২৬) না‌মের এক যুবক‌কে গ্রেপ্তার ক‌রেছে পু‌লিশ। নির্যা‌তিত শিশুর বাবা বাদী হ‌য়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। 

শ‌নিবার (৩০ মার্চ) বি‌কালে উপ‌জেলার সেখমা‌টিয়া ইউ‌নিয়‌নের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ভব‌নের ছা‌দে। অ‌ভিযুক্ত শ‌ফিকুল হাওলাদার সেখমা‌টিয়া ইউ‌নিয়‌নের আমতলা গ্রা‌মের মৃত বা‌রেক হাওলাদারের ছে‌লে। তি‌নি আমতলা আবাসন প্রকল্পের বাসিন্দা। 
 
জানা‌ গে‌ছে, শনিবার শিশুছাত্রী তার সহপাঠী‌দের সঙ্গে বিদ্যালয়ের মা‌ঠে খেলাধুলা কর‌ছিল। তখন অ‌ভিযুক্ত শ‌ফিকুল মোবাই‌ল নি‌য়ে বিদ্যাল‌য়ের ছা‌দে ব‌সে গেমস খেল‌ছিল। তা শিশু‌টির নজ‌রে পড়‌লে সে শফিকুলের কাছে কার্টুন দেখার জন্য মোবাইলটি হাতে নেয়। এ সময় অ‌ভিযুক্ত শ‌ফিকুল তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয় লোকজন শিশুটির চিৎকা‌রে বিষ‌য়‌টি দে‌খে ঘটনাস্থলে গিয়ে শ‌ফিকুল‌কে মারধর ক‌রে নাজিরপুর থানা পু‌লিশ‌কে খবর দেয়।
 
না‌জিরপুর থানার এসআই শাহীন (তদন্ত) জানান, এ বিষ‌য়ে নারী ও শিশু নির্যাতন দমন আই‌নে নিয়মিত মামলা রজ্জু করা হ‌য়ে‌ছে। আসামিকে গ্রেপ্তার করে জেলহাজ‌তে পাঠানো হয়েছে। মামলা‌টি তদন্তাধীন র‌য়ে‌ছে। 

2 thoughts on “শিশুকে কার্টুনের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অ‌ভিযোগ, গ্রেপ্তার ১

  • March 31, 2024 at 3:55 pm
    Permalink

    I was recommended this website by my cousin I am not sure whether this post is written by him as nobody else know such detailed about my trouble You are amazing Thanks

    Reply
  • March 31, 2024 at 4:16 pm
    Permalink

    We’re a group of volunteers and opening a new scheme
    in our community. Your web site provided us with valuable information to
    work on. You’ve done an impressive job and our whole community will be grateful to you.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *