শুক্রবার সকাল ৭টায় গাজায় যুদ্ধবিরতি শুরু: কাতার

Share Now..

গাজায় যুদ্ধবিরতি শুরু হবে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে। কাতারের রাজধানী দোহায় একটি সংবাদ সম্মেলনের সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ কথা নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

বিকাল ৪টায় প্রথম ১৩ বন্দিকে মুক্তি দেওয়া হবে।

মাজেদ আল-আনসারি বলেন, ‘যেসব জিম্মি একই পরিবারের, তাদের একই একসাথে রাখা হবে। অবশ্যই প্রতিদিন বেশ কিছু বেসামরিক নাগরিককে মুক্তি দেওয়া হবে। চারদিনে মোট মুক্তি পাবে ৫০ জন।’

তিনি আরও বলেছেন, নিরাপত্তার কারণে গাজা থেকে বন্দীদের কোন পথে নিয়ে যাওয়া হবে সে সম্পর্কে তিনি তথ্য প্রকাশ করতে পারবেন না। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে আমাদের মূল লক্ষ্য জিম্মিদের নিরাপত্তা। আমাদের অপারেশন রুমের মাধ্যমে তারা যাতে নিরাপদে সেখানে পৌঁছায় তা নিশ্চিত করার দিকে আমরা মনোযোগ দেব।’

অ-ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে একটি প্রশ্নের উত্তরে, আল-আনসারী বলেন, ‘জিম্মিদের অগ্রাধিকার দেওয়ার মানদণ্ডটি সম্পূর্ণরূপে মানবিক ছিল এবং আমাদের লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব নারী ও শিশুদের ক্ষতির পথ থেকে সরিয়ে দেওয়া। আশা ছিল এই চুক্তির মাধ্যমে পরিচালিত গতি আমাদের সবাইকে সময়মতো বের করে আনতে সাহায্য করবে। একইসঙ্গে, অবশ্যই, মানবিক বিরতির মাধ্যমে গাজার মানুষের কষ্ট কমে আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *