শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২০২৪ পেলেন শৈলকুপার এসিল্যান্ড বনি আমিন

Share Now..

\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ ঝিনাইদহ জেলায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন শৈলকুপার এসিল্যান্ড বনি আমিন। জেলা শুদ্ধাচার পুরস্কার প্রদান কমিটি গত ৩ জুন ২০২৩-২৪ অর্থবছরে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরুপ তাকে এপুরস্কার দেন। জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম এর হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। এসিল্যান্ড বনি আমিন যোগদানের পর থেকেই শৈলকুপা ভূমি অফিস কে একটি সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিয়েছেন। তার গতিশীল কর্মতৎপরতায় দক্ষ মনিটরিংয়ের মাধ্যমে উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম গতিশীল হওয়ায় জনগণের দোড়গোড়ায় ভূমি সংক্রান্ত সেবা গুলো পৌঁছে গেছে। এছাড়াও সরকারি সম্পত্তি রক্ষা, নামজারি দ্রæতকরণ, রাজস্ব আদায় বৃদ্ধিসহ, খাজনা খারিজ, ডিসি আর, খাজনা আদায়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণসহ নানা কাজে প্রসংশনীয় ভূমিকা রেখেছেন। তার কাজের স্বীকৃতিস্বরুপ এ শুদ্ধাচার পুরস্কার শৈলকুপার আপামর জনসাধারণের মুখ উজ্জল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *