শুধু রোনালদোকে দেখতে সাইকেলে ১৩ হাজার কিলোমিটার পাড়ি

Share Now..

পছন্দের ফুটবলারকে দেখতে অনেক রকম পাগলামী করে থাকেন ভক্তরা। প্রিয় ফুটবলারকে জড়িয়ে ধরতে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ার ঘটনা অহরহ চোখে পড়ে। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর এক চীনা ভক্ত যা করেছে তা অবাক করেছে সবাইকে।

শুধুমাত্র রোনালদোর সঙ্গে দেখা করতে বাইসাইকেলে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন সেই চীনা ভক্ত। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বাইসাইকেলে দীর্ঘ এই পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ৬ মাস ২০ দিন। বিমানভাড়া না থাকায় সড়কপথে সাইকেল চালিয়ে সৌদি আরবে গিয়েছেন তিনি। তবে তার এই কষ্ট বৃথা যায়নি। দেখা পেয়েছেন প্রিয় ফুটবলার রোনালদোর। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের পর এই পাগল ভক্তের সঙ্গে দেখা করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, রোনালদোর সেই চীনা ভক্ত একটি সাইকেল নিয়ে দাঁড়িয়ে। তার সাথে আল নাসরের জার্সি ছাড়াও একটি বড় প্ল্যাকার্ডে লেখা ছিল ‘১৩ হাজার কিলোমিটার, ৬ মাস ২০ দিন। আমি চীন থেকে এখানে এসেছি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করতে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *