শুরুতেই তামিম-সাকিবের বিদায়, চাপে বাংলাদেশ
সিরিজ জয়ের লক্ষ্যে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টস জিতে ব্যাটিংয়ে নেমে চাপে পড়েছে বালাদেশ। দলীয় ৮ রানের মাথায় দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও সাকিব আল হাসান আউট হয়ে গেছেন।
প্রথম ওভার থেকেই দক্ষিণ আফ্রিকার দুই পেসার লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদা গতি ও বাউন্সের সঙ্গে সুইংয়ের মিশেলে ত্রাস ছড়াচ্ছেন। লুঙ্গির দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটি এমনই দুর্দান্ত ছিল। সেটি ডিফেন্স করতে দিয়ে কেশাভ মহারাজের হাতে ক্যাচ তুলে দিয়েছেন তামিম। মাত্র ১ রান করেছেন তিনি।
এরপর ক্রিজে নামেন আগের ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। কিন্তু তিনিও হতাশ করেছেন। রানের খাতা খোলার আগেই রাবাদার বলে ভেরেইনের হাতে ক্যাচ তুলে দিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫ রান। ১০ রানে লিটন ও ৩ রানে ব্যাট করছেন মুশফিক।