শুরুর আগেই শেষ!

Share Now..

গত বছর একাধিক সিনেমার সাফল্য বলিউডকে আশার আলো দেখালেও চলতি বছর ঠিক তার উল্টো পথে হাঁটছে। এ বছর এরইমধ্যে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা আলোচনা জন্ম দিয়ে প্রেক্ষাগৃহে এসেছে। তবে বেশিরভাগই সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে এখন অনেক নির্মাতাই বিগ বাজেটের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েও দূরে সরে আসছেন।

সেই তালিকায় এবার যুক্ত হলো বলিউড অভিনেত্রী জাহ্নবি কাপুর ও দক্ষিণী অভিনেতা সূর্যর সিনেমা। জানা গিয়েছিল, ‘রং দে বাসন্তী’ খ্যাত পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা মহাভারতের কর্ণ চরিত্রের ওপর নির্ভর করে একটি সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটিতে কর্ণ চরিত্রের জন্য তিনি সূর্য এবং দ্রৌপদীর চরিত্রে জাহ্নবি কাপুরকে কাস্ট করার কথা জানিয়েছিলেন।

দর্শকরা সিনেমাটির অপেক্ষা করছিলেন। তবে ফ্লোরে গড়ানোর আগেই বন্ধ হয়ে গেল সিনেমাটির নির্মাণ কাজ। ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে, আপাতত সিনেমাটির আলোর মুখ দেখছে না। তাদের দাবি, সিনেমাটির বাজেট নির্ধারণ করা হয়েছিল ৩৫০ কোটি টাকা। এমনকি প্রি-প্রোডাকশন ও চরিত্রদের লুকসেটের জন্য এরমধ্যেই প্রায় ১৫ কোটি টাকা খরচ হয়েছে।

কিন্তু বলিউডে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ব্যর্থতা হতাশ করেছে নির্মাতা-প্রযোজকদের। যে কারণে সিনেমাটি নিয়ে আর এগিয়ে যেতে চাচ্ছেন না তারা। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি জাহ্নবি-সূর্যরা কোনো মন্তব্য করেননি। তবে সিনেমাটি যে আর হচ্ছে তা অনেকটাই নিশ্চিত জাহ্নবি-সূর্যের কাজে। তারা এরইমধ্যে অন্য সিনেমার সিডিউল দেওয়া শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *