শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এমপি মহুল

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেছেন প্রযুক্তি ও জ্ঞন ভিত্তিক সমাজ নির্মাণে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের ভুমিকা অপরিসিম। কর্মক্ষেত্রে ছাত্ররা তাদের দক্ষতা দিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংকে আরো উন্নত করতে পারবে। এমপি মহুল গতকাল রোববার সকালে সদর উপজেলার মধুপুরে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কলেজ অধ্যক্ষ প্রকৌশলী ফিরোজ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী ও কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এমপি মহুল বলেন, ঝিনাইদহের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি নির্ভর আরো নতুন নুতন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *